BIG NEWS: ৬ জন যাত্রী সহ আচমকা নিখোঁজ হেলিকপ্টার

৬ জন যাত্রী সহ নেপালে আচমকা নিখোঁজ হয়ে গেল হেলিকপ্টার।

author-image
Aniruddha Chakraborty
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃনেপালে ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটি কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সূত্রে খবর, নিখোঁজ হেলিকপ্টারটিতে ৫ জন বিদেশি নাগরিক ছিলেন।

তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, "হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।" 

ন,ম

জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কল সাইন ৯এনএমভি যুক্ত হেলিকপ্টারটি রাডার থেকে নামানো হয়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, 'হেলিকপ্টারে ৬ জন আরোহীর মধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপ্টেন রয়েছে। অনুসন্ধান ও উদ্ধারের জন্য কাঠমান্ডু থেকে অ্যালটিউড এয়ার হেলিকপ্টার রওনা হয়েছে।'