বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ওপার বাংলাতেও ফেললো প্রভাব

অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rain

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এটি সাতক্ষীরা ও এর কাছাকাছি এলাকায় গভীর নিম্নচাপ হিসেবে ছিল। তবে স্থলভাগে এটি প্রবেশ করতেই তা আরও দুর্বল হয়ে পরে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। 

নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের অন্তত ১৪ জেলায় শুক্রবার ১ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী দুদিন সারা বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

এদিকে গতকাল বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে বাংলাদেশের উপকূলের অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে উপকূলবর্তী এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারে রাস্তাঘাটসহ চারদিক প্লাবিত হয়েছে। যার জেরে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।