ব্রেকিং: টাকার দামে ভয়ানক পতন দেশে, মাথায় হাত সবার

মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ১০০ বছর ধরে এই সংঘাত চলছে। পশ্চিম তীর, গাজা উপত্যকা ও গোলান মালভূমির মতো এলাকা নিয়ে বিরোধ রয়েছে। ফিলিস্তিনিরা এসব এলাকাসহ পূর্ব জেরুজালেমের দাবি করে আসছে।

author-image
SWETA MITRA
New Update
money.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হামাসেররকেটহামলারপরওইসরাইলেরতৎপরতাঅব্যাহতরয়েছে।ইসরায়েলিসেনাবাহিনীএখনহামাসেরবিরুদ্ধেহামলাজোরদারকরারপ্রস্তুতিনিয়েছেবলেজানাগেছে।এখানেমার্কিনপ্রেসিডেন্টজোবাইডেনেরসমর্থনওপেয়েছেইসরায়েল।পরিসংখ্যানবলছে, এইসংঘর্ষেএখনওপর্যন্ত৬০০জনেরওবেশিইসরায়েলিবেসামরিকনাগরিকএবং৫০০হামাসপ্রাণহারিয়েছে। এরই মাঝে বড় খবর প্রকাশ্যে এল। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তে থাকায় সোমবার মার্কিন ডলারের বিপরীতে ইসরায়েলি শেকেলের দাম প্রায় আট বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

ইসলামপন্থী গোষ্ঠী হামাসের যোদ্ধারা শনিবার ইসরায়েলি শহরগুলোতে হামলা চালিয়ে ৭০০ ইসরায়েলিকে হত্যা করেছে এবং আরও কয়েক ডজন অপহরণ করেছে। এর জবাবে রবিবার গাজায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয় হাউজিং ব্লক, টানেল, একটি মসজিদ ও হামাস কর্মকর্তাদের বাড়িতে।