নিজস্ব সংবাদদাতা: চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার কন্যার অসুস্থতার কারণে একদিন আগেই তাকে দেশে ফিরতে হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/897b9dfe77ee86fdbc9a2b0985afda9f171b67cac1dd5b1060061bc9627f9fb6.webp)
সূত্র মারফর জানা গিয়েছে যে আজ বৃহস্পতিবার এর মধ্যেই দেশে ফিরে যাবেন তিনি।
/anm-bengali/media/post_attachments/1d83c0a7e130bbe3cde3627589753c3992abf2a9dc56c98eb1b41008563aac92.jpg)
তবে এও জানা গিয়েছে যে একদিন আগে দেশে ফেরার কারণে তার আনুষ্ঠানিক যে কর্মসূচি ছিল সেটি সম্পূর্ণ করা হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)