BREAKING: ২.৬ বিলিয়ন ডলারের অনুদান কাটছাঁট ! ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

কেন আদালতে যাচ্ছে হার্ভার্ড ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২.৬ বিলিয়ন ডলারের অনুদানে ব্যাপক কাটছাঁট করেছে ট্রাম্প প্রশাসন। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই সোমবার ফেডারেল আদালতে যাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে এই তহবিল বন্ধ করেছে। হার্ভার্ড জানিয়েছে, ''বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।''

Harvard

বিশ্ববিদ্যালয়টির মতে,''এই অনুদান বন্ধের ফলে ক্যানসার গবেষণা, প্রবীণদের সহায়তা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বহু গবেষণা ক্ষতিগ্রস্ত হয়েছে।'' যদিও প্রশাসনের দাবি, এই সিদ্ধান্ত ছিল "নীতি-ভিত্তিক", কোনও প্রতিহিংসা নয়। ট্রাম্প প্রশাসন বলেছে, ''যারা ক্যাম্পাসে ইহুদি-বিরোধিতা দমন করতে ব্যর্থ, তাদের অনুদান বন্ধ করা হবে।'' এই বিষয়ে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “কোনও সরকারই কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, ভর্তির নীতি বা গবেষণার ক্ষেত্র ঠিক করে দিতে পারে না।” এই মামলার রায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে এক বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।