/anm-bengali/media/media_files/2025/05/24/0kE84R5JNGiroCVplTDT.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে,বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার বিরুদ্ধে এক বড় রায় দিল মার্কিন আদালত। এই বিষয়ে বস্টনের বিচারক অ্যালিসন বোরোউস জানিয়েছেন,''ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হলে হার্ভার্ড এক "তাৎক্ষণিক এবং অপূরণীয় ক্ষতির" মুখে পড়বে।'' এরপর তিনি আপাতত এই নিষেধাজ্ঞা স্থগিত রেখে,আগামী ১৬ই জুন এই শুনানির পরবর্তী তারিখ হিসেবে ধার্য করেছেন। আদালতের এই রায়ের পর অবশ্যই সাময়িক স্বস্তি পেল হার্ভার্ড, অপরপক্ষে এই রায় ট্রাম্প প্রশাসনকে কিছুটা পিছু হটতেও বাধ্য করলো। উল্লেখ্য, কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের বিদেশি ছাত্র ও গবেষকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং তাদের ভিসা স্পনসর করার অনুমতিও বাতিল করেছিলেন। এই আদেশের বিরোধিতা করেই হার্ভার্ড আদালতে গিয়েছিল, এবং আপাতত তারা এই বিষয়ে কিছুটা সাময়িক স্বস্তি পেয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/23/p7PrpKS3imLFvnRXngxT.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us