/anm-bengali/media/media_files/2025/10/16/screenshot-2025-10-16-625-am-2025-10-16-06-04-43.png)
নিজস্ব সংবাদদাতা: হামাস জানিয়েছে, তারা যেসব জিম্মিদের দেহাবশেষ খুঁজে পেয়েছে, সেগুলিই ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। গোষ্ঠীটির তরফে জানানো হয়েছে, সংঘর্ষ ও ইসরায়েলি অভিযানের কারণে অনেক স্থানেই পৌঁছনো সম্ভব নয়, তাই তারা শুধুমাত্র ‘পৌঁছনো সম্ভব এমন দেহাবশেষ’ হস্তান্তর করতে পেরেছে।
/anm-bengali/media/post_attachments/39b1772c-da2.png)
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইউএস-সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় ইসরায়েলকে অবিলম্বে গাজার সব প্রবেশপথ খুলে দিতে হবে, যাতে জরুরি মানবিক সাহায্য পৌঁছানো যায়।” তিনি আরও বলেন, “গাজাবাসীদের জন্য খাদ্য, ওষুধ, জ্বালানি ও নিরাপদ পানীয়জলের সংকট গভীরতর হচ্ছে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানবিক বিপর্যয় আরও বাড়বে।” সংঘাত চলতে থাকায় আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তার দাবিতে।
#BREAKING Hamas says has handed over all hostage remains it can reach pic.twitter.com/lDpVv7u5dJ
— AFP News Agency (@AFP) October 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us