BREAKING: ফিরবে কি শান্তি ? ৭০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
hamas terrorist111.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হল হামাস। এই প্রস্তাবে ৭০ দিনের জন্য যুদ্ধবিরতি ও দুই দফায় ১০ ইসরায়েলি জিম্মির মুক্তির কথা বলা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হামাস প্রথমে ইসরায়েলের ১০ জন জিম্মিকে মুক্তি দেবে, যার বিনিময়ে ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং বহু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যদিও এর আগে গত ১৮ই মার্চ ইসরায়েল পূর্বের যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করেছিল। সেইসময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন যে,হামাস সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

 Filename Trump and Benjamin Netaniyahu