New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। আজ এমনই তথ্য জানা যায় এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে। এই জঙ্গি সংগঠনটি জানায়, “এই চুক্তির অংশ হিসেবে হামাস বাহিনীর হাতে থাকা ১০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে, পাশাপাশি ফেরত দেওয়া হবে আরও ১৮টি মৃতদেহ।” যদিও এর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিও মুক্তি পাবে। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিলেও, প্রথমে হামাস কিছুটা দ্বিধা প্রকাশ করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ''আলোচনার মাধ্যমে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছানো গেছে।'' যুদ্ধবিরতির এই সম্ভাব্য চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক মহলে এক আশার সঞ্চার হয়েছে।
/anm-bengali/media/media_files/AUt7SYz69k7su7xcccm1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us