মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসনের নেতৃত্ব বদল— নতুন পদে কে? জানুন

টিএসএ’র নতুন উপ-প্রশাসক হা গুয়েন ম্যাকনিল এখন সংস্থার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্বে। এর আগে তিনি ট্রাম্প প্রশাসনে চিফ অফ স্টাফ ছিলেন।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন (TSA) নতুন ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে আগের প্রধানকে সরে যেতে বলার পর কয়েক মাস ধরে পদটি খালি ছিল। সম্প্রতি টিএসএ’র উপ-প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া হা গুয়েন ম্যাকনিল এখন ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন, নিশ্চিত করেছে সংস্থার এক মুখপাত্র।

TSA

উল্লেখ্য, ম্যাকনিল এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে টিএসএ'র চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেছেন।