Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/03/06/nO2gKoIkCRZDvEBvzyWY.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন (TSA) নতুন ভারপ্রাপ্ত প্রশাসক নিয়োগ দিয়েছে। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে আগের প্রধানকে সরে যেতে বলার পর কয়েক মাস ধরে পদটি খালি ছিল। সম্প্রতি টিএসএ’র উপ-প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া হা গুয়েন ম্যাকনিল এখন ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করবেন, নিশ্চিত করেছে সংস্থার এক মুখপাত্র।
/anm-bengali/media/media_files/2025/04/29/g8Drz1hbdGBh2nN1O4Bs.png)
উল্লেখ্য, ম্যাকনিল এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে টিএসএ'র চিফ অফ স্টাফ হিসেবে কাজ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us