Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/10BDIlAFXGMTBqpURBKR.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের মত গ্রিস জুড়ে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের ফলে গ্রিসের বনাঞ্চলে ভয়াবহ দাবানল লেগে গিয়েছে। ধ্বংস হয়ে যাচ্ছে সেখানকার বাড়িঘর। দাবানলের আগুন নেভাতে গিয়ে দক্ষিণ গ্রিসের প্লাটানিস্তোর কাছে ইভিয়া নামের এক গ্রামে ভেঙে পড়ল দমকল বাহিনীর বিশেষ বিমান।
BREAKING: Firefighting plane fighting wildfires crashes in Greecepic.twitter.com/Up8zkBRTep
— Insider Paper (@TheInsiderPaper) July 25, 2023
জানা গিয়েছে, দাবানলের আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছিল বিমানটি। বনাঞ্চলের আগুনে জল দিয়ে ফেরার পথে যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। বিমানটিতে থাকা পাইলট সহ দু'জন মারা গিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us