/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘরোয়া নীতিমালার বিল নিয়ে হাউস রিপাবলিকানরা প্রকাশ করল বড়সড় সংশোধনী। দলের ভেতরে থাকা কট্টরপন্থী ও মধ্যপন্থী বিরোধীদের সমর্থন টানতেই এই নতুন পদক্ষেপ।
/anm-bengali/media/media_files/2025/05/22/t2wuiFLZUaOW8ypVwKOe.jpg)
মাইক জনসনের তৎপরতা
হাউস স্পিকার মাইক জনসন দিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দলের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠকে। উদ্দেশ্য একটাই—বিলটি যাতে পাস হয়, তার জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে আনা।
কী কী বদলানো হলো?
মেডিকেড: ২০২৬-এর মধ্যে কাজের শর্ত বাধ্যতামূলক, “যোগ্য বিদেশি”র সংজ্ঞা কড়া করা হয়েছে।
নতুন নাম: শিশুদের সেভিংস অ্যাকাউন্ট “ম্যাগা অ্যাকাউন্ট” থেকে পরিবর্তন করে “ট্রাম্প অ্যাকাউন্ট” রাখা হয়েছে।
জমি বিক্রি বন্ধ: নেভাডা ও উটাহ-তে ফেডারেল জমি বিক্রির পরিকল্পনা বাতিল করা হয়েছে, যা রায়ান জিঙ্কের বিরোধিতায় ছিল।
অস্ত্র আইন শিথিল: আগ্নেয়াস্ত্রের সাইলেন্সারে থাকা কর তুলে নেওয়া হয়েছে।
এনার্জি কর ছাড় বাতিল: বাইডেন আমলের ট্যাক্স ক্রেডিট এখন আগেই শেষ করা হবে—৬০ দিনের মধ্যে কাজ শুরু বা ২০২৮-এর মধ্যে চালু না হলে ছাড় মিলবে না।
/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
এই সংশোধনী “ম্যানেজারস অ্যামেন্ডমেন্ট” হিসেবে হাউস রুলস কমিটিতে উঠবে এবং অনুমোদনের পর বিলটি হাউসে তোলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us