/anm-bengali/media/media_files/2025/09/14/putin-and-trump-2025-09-14-23-33-18.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহাকাশ গবেষণায় ভারত ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বড় ধরনের ইতিবাচক বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রসকসমসের প্রধান। তিনি দুই দেশের মধ্যেকার এই সহযোগিতার বিষয়ে "সুখবর" আসার ইঙ্গিত দিয়েছেন।
বর্তমানে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ভারত তার দীর্ঘদিনের কৌশলগত অংশীদার রাশিয়ার সঙ্গে মহাকাশ সহযোগিতা অব্যাহত রেখেছে। এই সহযোগিতার কেন্দ্রে রয়েছে ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন, যেখানে প্রথম ভারতীয়দের মহাকাশে পাঠানোর পরিকল্পনা চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YOEhpx1YPWkL8R861t3o.jpg)
এই "সুখবর" সম্ভবত গগনযান মিশনের জন্য ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ, লাইফ সাপোর্ট সিস্টেমের প্রযুক্তি বা রাশিয়ার তৈরি ইঞ্জিনগুলির সরবরাহের অগ্রগতিকে নির্দেশ করছে।
ভারত (ইসরো) এবং রাশিয়া (রসকসমস)-এর মধ্যে সামরিক ও বেসামরিক মহাকাশ প্রযুক্তি আদান-প্রদানের দীর্ঘ ইতিহাস রয়েছে। রুশ মহাকাশ প্রধানের এই ইতিবাচক মন্তব্য ইঙ্গিত দেয় যে, সমস্ত বাধা অতিক্রম করেও দুই দেশের মহাকাশ কর্মসূচি শক্তিশালী হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us