গাজায় সাহায্যের প্রবাহ নিশ্চিত করতে বৈশ্বিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে: শীর্ষ তুর্কি কূটনীতিক

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন যে ইসরায়েল হামাসের ধীরগতিতে বন্দিদের দেহ খোঁজা নিয়ে অজুহাত তৈরি করে যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে।

জার্মান সমকক্ষের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, গাজায় 'ব্যাপক রোগ' হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে হবে যাতে গাজায় অপ্রতিবন্ধক মানবিক সহায়তা নিশ্চিত করা যায়"।

Turkish Foreign Minister Hakan Fidan to visit Iraq for high-level talks