Good News: বিয়ে করলে এবার ১ মাস ছুটি!

এবার সোজা ৩০ দিন ছুটি পাবেন আপনিও। সঙ্গে পাবেন বোনাস। তবে তার জন্য একটি বিশেষ দেশের বাসিন্দা হতে হবে আপনাকে। জেনে নিন এই আজব নিয়মের ব্যাপারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
marriage

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিয়ে ও জন্মহার বাড়াতে জনগণের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে চীন। এবার সদ্য বিবাহ করা দম্পতিদের ৩০ দিনের ছুটির কথা জানিয়েছে দেশটির কয়েকটি প্রদেশের ঊর্ধ্বতন কর্তারা। জানা গেছে যে সাধারণত চীনে বিয়ের জন্য ছুটি পাওয়া যায় মাত্র ৩ দিন। কিন্তু কিছু কিছু প্রদেশে চলতি মাস থেকেই আরও বেশি ছুটি দেওয়া হবে জনগণকে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসু ওশানসিতে বিয়ের জন্য চাকরিজীবীরা ৩০ দিনের ছুটির সঙ্গে পাবেন বেতন ও বোনাস। আর সাংহাইয়ের বাসিন্দারা ১০ দিনের ছুটি পাবেন বিয়ে করলে। তবে, সিচুয়ান প্রদেশের বাসিন্দারা আগের ছুটি অর্থাত্‍ ৩ দিন করেই ছুটি পাবেন। চীনে ৬০ বছরের মধ্যে প্রথমবার জনসংখ্যা কমেছে। এতেই দুশ্চিন্তায় দেশটির শীর্ষস্থানীয়রা। এমনকি বিয়ের পরিমাণও নাকি দেশটিতে কমে গেছে। জনগণ বৃদ্ধি করতে এমন অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।