প্রতি বছর ইউক্রেনকে ৯ বিলিয়ন ইউরো দেবে জার্মানি ! বড় ঘোষণা করলেন জার্মানির অর্থমন্ত্রী

কি বার্তা দিল জার্মানি ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : আগামী বছরগুলিতে ইউক্রেনকে বার্ষিক ৯ বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল। আজ সোমবার কিয়েভে এক ঝটিকা সফরে গিয়ে ক্লিংবেইল রাশিয়ার উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন দুর্বল হয়ে গেছে,এমন কোনও ভুল ধারণা অন্তত পুতিনের থাকা উচিত নয়। ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে জার্মানি সবসময় বড় ভূমিকা পালন করেছে আর ভবিষ্যতেও করবে।” অর্থাৎ এই সাহায্যের মাধ্যমে ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থনকেই আরও একবার তুলে ধরলেন জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল।

ukraine and trump