নিজস্ব সংবাদদাতা : জার্মানির সমস্ত পুরোনো ও অচল বাঙ্কারগুলির দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন,সেই দেশের ফেডারেল সিভিল প্রোটেকশন সংস্থার প্রধান রালফ টিসলার। তিনি বলেন,''অনেকদিন ধরেই জার্মানিতে মনে করা হতো যে আর কোনও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই। কিন্তু এখন সময় পাল্টেছে।” টিসলারের মতে, ইউরোপে একটি বৃহৎ যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে এবং আগামী চার বছরের মধ্যে রাশিয়া ফের হামলা চালাতে পারে। এই আশঙ্কা এখন সমগ্র ইউরোপ জুড়েই ছড়িয়ে পড়েছে। জার্মানিতে বর্তমানে মাত্র ৫৮০টি বাঙ্কার আছে, যার মধ্যে বেশিরভাগই অচল। ঠান্ডা যুদ্ধের সময় সারা দেশে ২,০০০টির মতো বাঙ্কার ছিল। এখন এই অবশিষ্ট বাঙ্কারগুলিতে আশ্রয় নিতে পারবে জার্মানির মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ মানুষ।
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)