BREAKING: গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা ! গভীর উদ্বেগ প্রকাশ করলেন ফ্রেডরিক মার্জ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা প্রসঙ্গে, গভীর উদ্বেগ প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। এই বিষয়ে তিনি বলেন,''ইসরায়েলি সেনাবাহিনীর এই ভয়ঙ্কর সামরিক হামলাগুলি আর আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। ইসরায়েলের  লক্ষ্য কী ? শুধুই জিম্মিদের মুক্তির জন্য কি এতটা হিংসার প্রয়োজন হয় ?” এরপর তিনি বলেন,'' এই হামলার পরিণতি খুবই ভয়াবহ।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল।''

Israel