জেলেনস্কি-ট্রাম্পের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর ও ইতালির প্রধানমন্ত্রী ! ক্রমশ চাপ বাড়ছে ট্রাম্পের ওপর

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক নিয়ে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে যোগ দেওয়ার জন্য একসাথে ওয়াশিংটন সফরে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই বৈঠকে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য জার্মানি এবং ইতালি উভয়ই ইউক্রেনকে যুদ্ধের সময় সামরিক এবং আর্থিক সহায়তা প্রদান করেছিল। তাই মূলত ট্রাম্পের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যেই তারা এই সফরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। 

zelenskyy