/anm-bengali/media/media_files/2025/04/09/6xWMZQfo3aTjRXSiZe52.jpg)
নিজস্ব সংবাদদাতা : গাজার রাফাহ শহরের কাছে এক কনভয়ে গুলি চালিয়ে ১৫ জন সাহায্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী (IDF)। এই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলোর ওপর অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের চিহ্ন স্পষ্ট এবং লাল বাতি জ্বলছিল।
/anm-bengali/media/media_files/2025/01/14/aZ39lixKR5QgAZOPq6Xy.webp)
ঘটনার পর ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক সাক্ষাৎকারে বলেন, "আমাদের লুকানোর কিছু নেই। পুরো ঘটনা আমরা খতিয়ে দেখছি।" তিনি দাবি করেন, কনভয়টি সন্দেহজনকভাবে সেনাবাহিনীর দিকে এগিয়ে আসছিল, তাই দূর থেকে গুলি চালানো হয়।মেনসার আরোও বলেন, "হামাস এর আগেও অ্যাম্বুলেন্স ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ করেছে।" তবে ঠিক কী প্রমাণ পেয়ে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর তিনি দেননি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জনকে তারা হামাসের সদস্য বলে শনাক্ত করেছে। এদিকে, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/01/05/1000137453.webp)
অন্যদিকে, দুই ব্রিটিশ এমপি— যাঁরা পশ্চিম তীরের মানবিক সহায়তা প্রকল্প দেখতে গিয়েছিলেন— তাঁদের ইসরায়েলে ঢুকতে দেওয়া হয়নি। ইসরায়েল বলেছে, ওই এমপিরা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বয়কট প্রচার চালিয়েছেন। এই সব ঘটনা নিয়ে ইসরায়েলের ভূমিকা নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us