New Update
/anm-bengali/media/media_files/AK2UgfFSecC8b5kpvCiZ.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'বাসুধৈব কুটুম্বকম'- এই মন্ত্র ভারতের। এর অর্থ গোটা পৃথিবী একটাই পরিবার। ভারতের সভাপতিত্বে জি- ২০ বৈঠকে এসে নিউ দিল্লির আয়োজনে মুগ্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আজ বৈঠকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হওয়ার পর মোদির সঙ্গে বৈঠক শেষে হিন্দিতে টুইট করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেই সঙ্গে রয়েছে মোদির গলা জড়িয়ে তাঁর ছবি। জি- ২০ বৈঠকের লোগোতেও এই বিশেষ সংস্কৃতের মন্ত্র লেখা রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এই বৈঠকে অংশগ্রহণ করতে পেরে কতটা আপ্লুত সেটা স্পষ্ট তাঁর এই টুইট থেকেই।
वसुधैव कुटुम्बकम्
— Emmanuel Macron (@EmmanuelMacron) September 10, 2023
The world is one family.
Le monde est une seule famille. pic.twitter.com/53Fjkmyjh6
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us