New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইরানে আটক একাধিক ফরাসি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে, এমনটাই জানিয়েছেন কূটনৈতিক ও পারিবারিক সূত্র। তেহরান কর্তৃপক্ষ এই অভিযোগে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে ফরাসি সরকার এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ঘটনার জেরে ইরান-ফ্রান্স সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
#BREAKING French detainees in Iran charged with spying for Israel: diplomatic, family sources pic.twitter.com/revL58DSPv
— AFP News Agency (@AFP) July 2, 2025