New Update
/anm-bengali/media/media_files/XKsFWFygMOiUh5Jcq7ZO.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃগাজার একটি হাসপাতালের প্রধান একটি আবেগপূর্ণ আবেদন জারি করেছেন যে “ এই শিশুদের দিকে তাকাও। এই শিশুদের কে হত্যা করছে। মুক্ত বিশ্ব, এই শোকার্ত ও নিপীড়িত মানুষের বিরুদ্ধে সংঘটিত এই গণহত্যার বিষয়ে আপনি কোথায়? "
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে, খান ইউনিসের দক্ষিণে আল-বাকরি পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় সাত শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এতে আরো বলা হয়, ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us