/anm-bengali/media/media_files/2025/05/19/L57z2yb7BvlSF0kWnl5c.jpg)
নিজস্ব সংবাদদাতা : রোমানিয়ার আসন্ন নির্বাচন ঘিরে চাঞ্চল্য ছড়াল আন্তর্জাতিক মহলে। ফ্রান্সের বিরুদ্ধে রোমানিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে, যা এতটাই তীব্র যে অবশেষে মুখ খুলতে বাধ্য হল ফরাসি বিদেশি গোয়েন্দা সংস্থা।
/anm-bengali/media/media_files/2025/05/19/1000207336-679928.jpg)
এই বিতর্কের সূত্রপাত করেন টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ। তাঁর এক পোস্টে তিনি দাবি করেন, রোমানিয়ার নির্বাচনী ব্যবস্থায় ফ্রান্সের কিছু মহল প্রভাব ফেলার চেষ্টা করছে। এই অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে, যার ফলে ফরাসি গোয়েন্দা সংস্থা DGSE (Direction Générale de la Sécurité Extérieure) প্রথমবারের মতো জনসমক্ষে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
/anm-bengali/media/media_files/2025/05/19/1000207334-500042.jpg)
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। রোমানিয়ার রাজনৈতিক স্বাধিকারকে শ্রদ্ধা করে ফ্রান্স, এবং তারা কোনওভাবেই সেখানে হস্তক্ষেপ করেনি। এই ঘটনা ঘিরে রোমানিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোড়ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় নির্বাচন ঘিরে এমন অভিযোগ ভবিষ্যতে আরও দ্বন্দ্ব তৈরি করতে পারে ফ্রান্স এবং পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে।
France has faced a barrage of accusations of meddling in Romania's elections, even forcing its foreign intelligence service to publicly respond to claims published by the founder of the Telegram messaging app.https://t.co/4J1u5RlqDr
— AFP News Agency (@AFP) May 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us