/anm-bengali/media/media_files/QzFCPWqrsf12rW1TO8tX.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে ট্রাফিক পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আফ্রিকার বংশোদ্ভূত এক কিশোরের। তারপর থেকেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে ফ্রান্সের বহু অংশে। কিশোরের মৃত্যুর প্রতিবাদে নামেন ফ্রান্সের হাজার হাজার মানুষ। পরিস্থিতি বাগে আনতে কঠোর হয় পুলিশ। এখনও পর্যন্ত সেদেশে ৬৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ফ্রান্সের একপ্রান্তে বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে কার্ফু। এখন পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন জায়গায় মোট ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
🚨NOW🇫🇷🔥 The rebels are cutting the poles where the city has cameras.#Nanterre#France#Paris#emeutes#Nahel#nael#Marseillepic.twitter.com/CmoCmAHMxt
সম্প্রতি ফ্রান্সের দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা শহরের খুঁটিতে লাগানো ক্যামেরাগুলোকে ধ্বংস করতে খুঁটিগুলো কেটে ফেলছে।
🇫🇷 - Cameras destroyed with guns in Lyon region.#frenchriots#FranceRiots#France#Lyon#RiotsFrancepic.twitter.com/uTA9FxN3v5
অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা লিওন অঞ্চলে ক্যামেরাগুলোকে ধ্বংস করতে বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us