BREAKING: ইউক্রেনের গভীরে ক্রমশ ঢুকছে রাশিয়ার সেনাবাহিনী ! সতর্ক হচ্ছে ফ্রান্স

কি পদক্ষেপ নেবে ফ্রান্স ?

author-image
Debjit Biswas
New Update
Macron

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে,তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে আরেকটি গ্রাম দখল করেছে। আর ঠিক যে মুহূর্তে রুশ বাহিনী পশ্চিমের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই মস্কোর ক্রমবর্ধমান হুমকিকে মাথায় রেখে, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।  আজ রবিবার সন্ধ্যায় একটি ভাষণের মাধ্যমে ফ্রান্সের প্রতিরক্ষা অগ্রাধিকার নিয়ে বড় ঘোষণা করতে পারেন ইমানুয়েল ম্যাক্রো। তার দপ্তর জানিয়েছে, বাজেট সীমাবদ্ধ হলেও তিনি “গুরুত্বপূর্ণ” কিছু নতুন পদক্ষেপ ঘোষণা করবেন। এই বিষয়ে এলিসি প্রাসাদের এক কর্মকর্তা বলেন, “বিশ্বব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে এবং রাশিয়ার হুমকি যেভাবে বাড়ছে, তাতে আমাদের প্রতিক্রিয়া জানাতেই হবে।” রাশিয়ার ইউক্রেন আক্রমণ, সাইবার হামলা, ভুয়ো তথ্য ছড়ানো এবং সন্ত্রাসবাদের ঝুঁকি, এখন সবই বড় উদ্বেগের বিষয়।''

Putin