৪৬-এ চির বিদায় ! প্রয়াত কিংবদন্তি বক্সার ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রিকি হ্যাটন

কি কারণে হল এই মৃত্যু ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন কিংবদন্তি ব্রিটিশ বক্সার এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রিকি হ্যাটন। মাত্র ৪৬ বছর বয়সেই এই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। এই বিষয়ে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমে বলেন, "আজ সকাল ৬টা ৪৫ মিনিটে একজন স্থানীয় নাগরিকের কাছ থেকে ফোন পেয়ে, আমাদের কর্মকর্তারা টেমসসাইডের হাইডের বোলঅ্যাকর রোডে পৌঁছান এবং সেখানেই একজন ৪৬ বছর বয়সী ব্যক্তির মৃতদেহ দেখতে পান। বর্তমানে কোনও সন্দেহজনক পরিস্থিতি আছে বলে মনে করা হচ্ছে না।" 

WhatsApp Image 2025-09-14 at 6.38.00 PM
RICKY