New Update
/anm-bengali/media/media_files/oWCURzxcXX4bsucZpRN7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবার এক মামলায় অভিযুক্ত হিসেবে যুক্ত হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। পাকিস্তানের একটি বিশেষ আদালত বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার ঘনিষ্ঠ সহকারী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস এবং দেশের আইন লঙ্ঘনের অভিযোগে সাইফার মামলায় অভিযুক্ত করেছে। বিচারক আদালতের ভিতরে উপস্থিত দুই নেতার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান, কিন্তু তাঁরা কেউই দোষ স্বীকার করেননি। এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের অভিযুক্ত হিসেবে ঘোষণা করা হল।
Pakistan's former prime minister Imran Khan and ex-foreign minister Shah Mahmood Qureshi indicted in the cipher case
— Press Trust of India (@PTI_News) December 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us