/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে শনিবার তড়িঘড়ি করে এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবারই তাঁর বিরুদ্ধে সরকারি তহবিল বিদেশ সফরে অপব্যবহার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
/anm-bengali/media/post_attachments/608fce07-414.png)
আদালতে মামলা দায়েরের পর থেকে বিক্রমাসিংহের স্বাস্থ্যের অবনতি ঘটছিল বলে জানা গেছে। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় কলম্বোর একটি রাষ্ট্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Sri Lanka's jailed former president Ranil Wickremesinghe was rushed to intensive care at a state hospital on Saturday, a day after being charged with misusing government funds for foreign travel.https://t.co/NF8hRdzbrQpic.twitter.com/TZyacSQW0E
— AFP News Agency (@AFP) August 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us