কারাগারেই চলছে ইমরান খানের ওপর অকথ্য নির্যাতন ! জাতি সংঘে অভিযোগ জানাতে চলেছে ইমরানের পরিবার

কারাগারেই অকথ্য নির্যাতনের শিকার হচ্ছেন ইমরান খান।

author-image
Debjit Biswas
New Update
IMRAN.WEBP

নিজস্ব সংবাদদাতা : কারাবাসের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এবার জাতি সংঘে একটি আবেদন করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনি দল ও তার পরিবারের পক্ষ থেকে। 

এই বিষয়ে ইমরান খানের ছেলে কাসিম খান অভিযোগ করেছেন যে,তার বাবাকে আদিয়ালা জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য নির্ধারিত "ডেথ সেল"-এর মতো কঠোর পরিস্থিতিতে রাখা হয়েছে। তিনি বলেন,''আমার বাবাকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতিও এখন সীমিত করে দেওয়া হয়েছে।''

imran khan.jpg

এই বিষয়ে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বোন মরিয়ম রিয়াজ ওয়াতু জানান,''নির্যাতন এবং অমানবিক আচরণের অভিযোগ এনে জাতি সংঘে দুটি নতুন আবেদন জমা দেওয়া হয়েছে। এর আগেও জাতি সংঘের একটি মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ, ইমরান খানের এই আটককে "অন্যায় এবং বেআইনি" বলে ঘোষণা করে, তার অবিলম্বে মুক্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল।''