BREAKING: ধ্বংস হয়ে গেছে ইরানের ফরদো পারমাণবিক কেন্দ্র ! বড় দাবি করলো ইসরায়েল

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : মার্কিন হামলায় ফরদো (Fordow) পারমাণবিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস হয়েছে এবং এটি বর্তমানে অকার্যকর, আজ এমনই তথ্য জানালো ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশন (Israel Atomic Energy Commission)। আজ এই সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় ফরদো পারমাণবিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এটি এখন আর কার্যকরী অবস্থায় নেই। আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের এই হামলা এবং ইসরায়েলের অন্যান্য হামলাগুলির ফলে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এখন বহু বছর পিছিয়ে গেছে।” অর্থাৎ ইরানে মার্কিন হামলা যে পুরোপুরি সফল হয়েছে তা এককথায় স্বীকার করে নিল ইসরায়েল।   

Iran israel