ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু সদস্য মাদক সেবনের পর বিজনেস ক্লাসে নগ্ন হয়ে নাচলেন

ব্রিটিশ এয়ারওয়েজ ওই কর্মীর সাসপেনশনের বিষয়টি নিশ্চিত করেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mandance

নিজস্ব সংবাদদাতা: যাত্রী এবং বিমান সংস্থাগুলি যখন ফ্লাইট অ্যাটেনডেন্টস দিবস উদযাপন করছে, তখন ব্রিটিশ এয়ারওয়েজের একজন কেবিন ক্রু সদস্য মাদক সেবনের পর বিজনেস ক্লাসের কেবিনে নগ্ন হয়ে নাচলেন বলে দাবি। সান ফ্রান্সিসকো থেকে লন্ডন হিথ্রোগামী একটি ফ্লাইটে এই ঘটনার পর অ্যাটেনডেন্টকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায় যে ঘটনাটি রবিবার ঘটে। বিমান পরিচারিকাকে মাদকাসক্ত অবস্থায় একটি বিজনেস ক্লাসের টয়লেটে নগ্ন অবস্থায় নাচতে দেখা গেছে। ক্লাব ওয়ার্ল্ড কেবিনে ফ্লাইটের খাবার পরিবেশনের দায়িত্বে থাকা অজ্ঞাতনামা পুরুষ বিমান পরিচারিকা সার্ভিস চলাকালীন নিখোঁজ হয়ে যান। বিমানের একজন ক্রু সদস্য জানিয়েছেন যে সংশ্লিষ্ট সহকর্মীরা বিমানটি তল্লাশি করে তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখতে পান। বিমানের তত্ত্বাবধায়ক দ্রুত তাকে এক জোড়া অতিরিক্ত প্রথম শ্রেণীর পাজামা পরান এবং বাকি সাড়ে দশ ঘন্টার যাত্রার জন্য একটি বিলাসবহুল আসনে বসানোর ব্যবস্থা করেন।

British Airways cabin crew member was 'dancing high and naked in business  class' after 30,000ft 'drugs binge' | Daily Mail Online