সুমি শহরের কোভপাকিভস্কি জেলায় বেসামরিক স্থাপনায় পাঁচটি হামলা

অস্থায়ী মেয়র আরতেম কোবজার জানালেন, আক্রমণ এখনও চলছে; বাসিন্দাদের আশ্রয়ে থাকার আহ্বান স্থানীয় প্রশাসনের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের কোভপাকিভস্কি জেলায় রুশ বাহিনীর একাধিক হামলার খবর পাওয়া গেছে। অস্থায়ী মেয়র আরতেম কোবজার জানিয়েছেন, বেসামরিক অবকাঠামোয় অন্তত পাঁচটি সরাসরি আঘাত নথিভুক্ত হয়েছে।