/anm-bengali/media/media_files/V5zZtvxzG3n03gtzKSUZ.jpg)
হাবিবুররহমান, ঢাকা: আবারও বাংলাদেশে (Bangladesh) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। মুহুর্মুহু গুলি চলল রোহিঙ্গা ক্যাম্পে। যার জেরে মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, ক্ষমতা দখলের লড়াইয়ের জেরেবাংলাদেশেরকক্সবাজাররোহিঙ্গাশিবিরেফেরবড়ধরণেরগুলিযুদ্ধে৫জননিহতহয়েছে।সন্ত্রাসীআরসাওআরএসওনামেদুটিবিবদমানগ্রুপেরনামউঠেএসেছে।কক্সবাজারেরউখিয়ায়শুক্রবারভোরেএইগুলিরঘটে।নিহতরাহলেন, রোহিঙ্গাক্যাম্প-৮ওয়েস্টবাসিন্দাআনোয়ারহোসেন, মোহাম্মদহামিম, ক্যাম্প-১৩এরনুরুলআমিনওক্যাম্প-১০এরনজিমুল্লাহ।আরেকজনেরপরিচয়পাওয়াযায়নি।ক্যাম্পনিয়ন্ত্রণনিয়েকিছুদিনধরেওইদুইগ্রুপেরমধ্যেদ্বন্দ্বচলছিল।এরইসূত্রেধরেইশুক্রবারভোরেদুইগ্রুপেরমধ্যেগুলিযুদ্ধশুরু হয়।এঘটনায়পুরোক্যাম্পজুড়েআতঙ্কদেখাদিয়েছে।
এইনিয়েগতদুইমাসেরোহিঙ্গাক্যাম্পে৩২টিহত্যাকাণ্ডেরঘটনাঘটল।এরআগেওরোহিঙ্গাক্যাম্পেমাদকওঅস্ত্রব্যবসানিয়ন্ত্রণএবংআধিপত্যবিস্তারকেকেন্দ্রকরেএকইভাবেগোলাগুলিতেশতাধিকরোহিঙ্গার মৃত্যুর খবর মিলেছিল।তবেক্যাম্পেরএকটিমাদ্রাসায়নির্বিচারেগুলিচালিয়েএকসঙ্গেছয়জননিহতেরপরএকসঙ্গেএকজনদুজনেরবেশিখুনহওয়ারঘটনাছিলনা।শুক্রবারভোরেআবারওএকসঙ্গে৫জনেরখুনেরঘটনাঘটল।
রোহিঙ্গাশিবিরেআইন-শৃঙ্খলায়দায়িত্বেথাকা৮এপিবিএনঅধিনায়ক (অতিরিক্তডিআইজি) আমিরজাফরজানান, শুক্রবারভোরেরোহিঙ্গাক্যাম্পেদুইদলরোহিঙ্গাসন্ত্রাসীগ্রুপেরমধ্যেগুলিযুদ্ধেরখবরপেয়েঘটনাস্থলেগিয়েতিনজনেরমরদেহউদ্ধারকরাহয়।একাণ্ডেজখমআরও২জনকেহাসপাতালেনিয়েগেলেতারাওসেখানেমারাযান।অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
উখিয়াথানাপুলিশেরভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শেখমহম্মদআলীবলেন, আধিপত্যবিস্তারকেকেন্দ্রকরেমিয়ানমারেরসশস্ত্রগোষ্ঠীআরাকানস্যালভেশনআর্মি (আরসা) ওরোহিঙ্গাসলিডারিটিঅর্গানাইজেশনের (আরএসও) মধ্যেগোলাগুলিরঘটনাঘটে।পরেখবরপেয়েএপিবিএনওপুলিশেরযৌথটিমঘটনাস্থলেপৌঁছালেতারাপালিয়েযায়।এসময়ঘটনাস্থলেপাঁচজনকেগুলিবিদ্ধঅবস্থায়উদ্ধারকরেরোহিঙ্গাক্যাম্পেআইওএমপরিচালিতহাসপাতালেনিয়ে যাওয়াহলেকর্তব্যরতচিকিৎসকতাদেরমৃতঘোষণাকরেন।তিনিআরওবলেন, ক্যাম্পএলাকায়পুলিশেরনজরদারিবৃদ্ধিকরাহয়েছে।এইঘটনায়জড়িতদেরআটকেরচেষ্টাচলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us