চেক শহরে একটি ভবনে আগুন, নিহত ৮

চেক প্রজাতন্ত্রের ব্রানো শহরে বুধবার রাতে নির্মাণাধীন কন্টেইনারে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম্বনভব

নিজস্ব সংবাদদাতাঃ চেক প্রজাতন্ত্রের ব্রানো শহরে বুধবার রাতে নির্মাণাধীন কন্টেইনারে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জানা গিয়েছে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের প্রান্তে প্রায় ১২টি কন্টেইনারে আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্রে খবর, নিহতদের পরিচয় জানা যায়নি, তারা সম্ভবত গৃহহীন।

উল্লেখ্য, ২০২০ সালে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হন, যা দেশটির সবচেয়ে মর্মান্তিক ঘটনা। ২০১০ সালে প্রাগের গৃহহীনদের দ্বারা ব্যবহৃত একটি পরিত্যক্ত ভবনে আরেকটি অগ্নিকাণ্ডে নয়জন মারা যায়।