/anm-bengali/media/media_files/2025/07/31/screenshot-2025-07-314-pm-2025-07-31-23-23-01.png)
নিজস্ব সংবাদদাতা: পর্তুগালের আরোকা মিউনিসিপালিটিতে একটি বিস্তীর্ণ বনভূমিতে আগুন ছড়িয়ে পড়ার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। দেশজুড়ে একাধিক অঞ্চলে বনভূমিতে দাবানলের ঘটনা ঘটায় প্রায় পুরো দেশেই উচ্চ অগ্নি সতর্কতা জারি করা হয়েছে। গ্রীষ্মের তীব্র গরম ও শুকনো আবহাওয়াকে এই দাবানলের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
/anm-bengali/media/post_attachments/65c8ce6d-63b.png)
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আরোকা অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বাহিনীর পাশাপাশি বায়ুসেনার হেলিকপ্টার ও ফায়ার প্লেন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পর্তুগালের প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
🇵🇹 VIDEO: Portugal battles to contain wildfires in Arouca
— AFP News Agency (@AFP) July 31, 2025
Portuguese firefighters work to contain a large fire in Arouca municipality, after forest blazes across Portugal led to almost the whole country being put on high alert for fires. pic.twitter.com/jhzjw4XmEh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us