New Update
/anm-bengali/media/media_files/RWDEW3ZRky546hZZN5dS.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউরোপের ওয়ার্কহরস আরিয়ান-৫ রকেট বুধবার সাফল্য পেয়েছে। এর আগে এই রকেটটির অভিযান ২ বার স্থগিত করা হয়। প্রথমে ১৬ জুন রকেটটির অভিযান শুরুর জন্য সময় নির্ধারিত ছিল।
/anm-bengali/media/media_files/tNO12ykL7sEd2XggWCa3.jpg)
তবে রকেটের বুস্টারে পাইরোটেকনিক্যাল লাইনের সমস্যা হওয়ার কারণে এই অভিযান বাতিল করা হয়েছিল। মঙ্গলবার রকেটটির অভিযান শুরু করার জন্য প্রস্তুতি নেওয়া হলেও সাময়িক সমস্যার কারণে অভিযান বাতিল করা হয়। অবশেষে বুধবার গায়ানা স্পেস সেন্টার থেকে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়েছে।
#BREAKING Europe's Ariane 5 rocket blasts off for final time pic.twitter.com/pw5rFcQLWU
— AFP News Agency (@AFP) July 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us