আবারও হামলার আশংকা

ইউক্রেনের জাপোরিঝজিয়া এবং দোনেৎস্কতে একাধিকবার হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এবার জাপোরিঝজিয়া ও দোনেৎস্কতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
airalert

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাপোরিঝজিয়া এবং দোনেৎস্কতে একাধিকবার হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এবার জাপোরিঝজিয়া ও দোনেৎস্কতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা করা হচ্ছে।