ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত ১৩টি রাসায়নিক উপাদান নিষিদ্ধ— “ঐতিহাসিক সাফল্য” বললেন এফবিআই প্রধান

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল জানালেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে কার্যত বন্ধ হয়ে গেল ফেন্টানিল তৈরির বৈশ্বিক সরবরাহ চেইন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-13 7.14.29 AM

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, চীন আনুষ্ঠানিকভাবে ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত সব ১৩টি রাসায়নিক উপাদানকে “নিষিদ্ধ পদার্থ” হিসেবে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি, এই মারণ ড্রাগ তৈরিতে ব্যবহৃত আরও সাতটি রাসায়নিক উপ-প্রতিষ্ঠানের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করেছে বেইজিং।

কাশ প্যাটেল বলেন, “এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত ফেন্টানিল উৎপাদনের পাইপলাইন বন্ধ করে দিয়েছেন—যে মাদক প্রতি বছর হাজার হাজার আমেরিকানের প্রাণ কেড়ে নেয়।” তিনি আরও জানান, এই নিষিদ্ধ পদার্থগুলো এখন থেকে আর মেক্সিকান ড্রাগ ট্রাফিকিং সংগঠন বা বিশ্বের অন্য কোনো অপরাধী নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না।