/anm-bengali/media/media_files/9oEQ1wUJyUapkf8WBCYp.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশী সরকার প্রধান ইউনূসের বিরুদ্ধে বড় অভিযোগ করা হয়েছে। ভয়েস অফ বাংলাদেশী হিন্দুর তরফে করা হয়েছে সতর্ক।
ট্যুইট করে বলা হয়েছে, "সতর্ক ফ্যাসিস্ট মুহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটি নতুন পরিকল্পনা তৈরি করেছেন। তিনি কিছু ডামি হিন্দু তৈরি করেছেন যারা দাবি করবে যে বাংলাদেশে হিন্দুরা সুখে বসবাস করছে এবং কোনো আক্রমণের সম্মুখীন হচ্ছে না। বিশ্ব মঞ্চে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে তিনি এগুলো ব্যবহার করার পরিকল্পনা করছেন। বর্তমানে ইউনূস ভারতীয় মিডিয়ার কারণে বেশ চাপে রয়েছেন। এর মোকাবিলায় তিনি এই ষড়যন্ত্র করেছেন। শিগগিরই এই হিন্দুদের নিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল করা হবে। আপনি যদি ভবিষ্যতে এমন কোনো ভিডিও দেখেন যেখানে বাংলাদেশের হিন্দুরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাহলে ধরে নিন এটি ইউনূসের নতুন পরিকল্পনার অংশ"। এই ট্যুইটার হোল্ডারের দাবি ঘিরে শোরগোল শুরু হয়েছে।
Alert ⚠️ Fascist Muhammad Yunus has devised a new plan concerning Hindus in Bangladesh. He has created some dummy Hindus who will claim that Hindus in Bangladesh are living happily and are not facing any attacks. He plans to use them to represent the Hindu community of Bangladesh…
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) December 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us