জলবায়ু পদক্ষেপে ব্যর্থতা 'অবৈধ', জানাল আন্তর্জাতিক আদালত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতা 'অবৈধ কাজ' — ঐতিহাসিক রায় আন্তর্জাতিক বিচার আদালতের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-23 10.32.50 PM

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) বুধবার এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা রাষ্ট্রগুলির আইনি বাধ্যবাধকতা। এই দায়িত্ব পালন না করা হলে, সেটিকে একটি 'অবৈধ কাজ' (Wrongful Act) হিসেবে গণ্য করা হবে, যা ক্ষতিপূরণের দাবির পথ খুলে দিতে পারে।

আদালতের ভাষ্যে বলা হয়েছে, “জলবায়ু পরিবর্তনের প্রভাব যেসব দেশ, সম্প্রদায় ও জনগণের ওপর পড়ছে, রাষ্ট্রগুলির উচিত তা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এই পদক্ষেপ না নেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

এই রায়ের ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য ভবিষ্যতে রাষ্ট্রগুলির বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে ক্ষতিপূরণ চাওয়ার আইনি ভিত্তি তৈরি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিশ্বের বহু দ্বীপ-রাষ্ট্র এবং জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশ এই রায়কে স্বাগত জানিয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করা হচ্ছে।