সুমিতে ফের বিস্ফোরণের শব্দে আতঙ্ক — চলমান আক্রমণের মধ্যেই নতুন বিস্ফোরণ

স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা: “আশ্রয়ে থাকুন, পরিস্থিতি এখনও বিপজ্জনক”।

author-image
Aniket
New Update
blast

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলমান রুশ হামলার মধ্যেই ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে আবারও প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগেই কোভপাকিভস্কি জেলায় বেসামরিক স্থাপনায় একাধিক হামলার খবর পাওয়া গিয়েছিল, আর তার পরপরই এই নতুন বিস্ফোরণ শহরে আতঙ্ক সৃষ্টি করেছে।

blast