/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের ওডেসা অঞ্চলে আবারও প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ইউক্রেনীয় সেনা সূত্রের দাবি, রুশ বাহিনী দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/03/blast-2025-08-03-21-32-22.jpg)
ওডেসা কৃষ্ণসাগর উপকূলের অন্যতম কৌশলগত শহর। গত কয়েক মাস ধরে এই অঞ্চল বারবার রুশ হামলার মুখে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, খাদ্য রফতানি ও বাণিজ্যপথ নিয়ন্ত্রণে ওডেসার গুরুত্ব অনেক, তাই এ অঞ্চলকে ঘিরে সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউক্রেনীয় প্রশাসন।
⚡️Explosions are heard in the Odesa region again.
— BLYSKAVKA (@blyskavka_ua) August 20, 2025
Current fundrising for the Armed Forces of Ukraine.
💸 PayPal
molniamolnievic@gmail.com
👉 Follow @blyskavka_ua
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us