"নিজস্ব সংবাদদাতা: অস্থায়ীভাবে দখল করা পারভোমাইস্কে বিস্ফোরণ হয়েছে বলে জানা জানা যাচ্ছে। বিস্ফোরণের ফলে গোটা এলাকা কেঁপে ওঠে। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের ফলে হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। Pervomaisk | Russia | Ukraine | War | Explosion"