New Update
/anm-bengali/media/media_files/2025/03/11/a20uXQq7BW9lhBEXY4Eo.jpg)
নিজস্ব সংবাদদাতা : ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ইউরোপের উপরও নতুন শুল্ক চাপাতে পারেন—এই আশঙ্কায় আগে থেকেই কিছুটা প্রস্তুতি নিচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন (EU)। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, EU চাইছে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে। এর পেছনে মূল কারণ ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতি—যাতে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল রাখা যায় এবং আমদানি-বাণিজ্যে ভারসাম্য থাকে।
/anm-bengali/media/media_files/2025/03/20/LcxBeJF5l6I5vfFsIdac.jpg)
বিশেষজ্ঞদের মতে, গ্যাস কেনা বাড়ালে EU দেখাতে পারবে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় অঙ্কের পণ্য নিচ্ছে—এতে করে ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপানোর সম্ভাবনা কিছুটা কমতে পারে। সব মিলিয়ে, বাণিজ্য চাপ এড়াতে এখন থেকেই কৌশলী পথে হাঁটছে ইউরোপ।
JUST IN: Reports the European Union is considering purchase of more gas from the US amid Trump's tariffs
— The Spectator Index (@spectatorindex) April 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us