Emmanuel Macron: তাইওয়ান ইস্যুতে ইউরোপের কোনো আগ্রহ নেই

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) রবিবার প্রকাশিত এক মন্তব্যে বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বৃদ্ধিতে ইউরোপের কোনো আগ্রহ নেই এবং তাদের উচিত ওয়াশিংটন ও বেইজিং উভয়ের কাছ থেকে স্বাধীন একটি কৌশল অনুসরণ করা।

New Update
af

French President Emmanuel Macron

নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) রবিবার প্রকাশিত এক মন্তব্যে বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বৃদ্ধিতে ইউরোপের কোনো আগ্রহ নেই এবং তাদের উচিত ওয়াশিংটন ও বেইজিং উভয়ের কাছ থেকে স্বাধীন একটি কৌশল অনুসরণ করা। ম্যাক্রোঁ (Emmanuel Macron)  চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। উল্লেখ্য, বুধবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠকের প্রতিবাদে শনিবার তাইওয়ানের চারপাশে মহড়া শুরু করে চীন। ম্যাক্রোঁ (Emmanuel Macron) বলেন, 'ইউরোপের উচিত সংঘাতকে ত্বরান্বিত করা নয় বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় মেরু হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলতে সময় নেওয়া।'