BREAKING: বাংলাদেশে রাজনৈতিক রূপান্তরের পক্ষে এবার সরব হল ইউরোপীয় ইউনিয়ন !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
YUNUS

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে সফল রাজনৈতিক রূপান্তরের পক্ষে এবার সরব হল ইউরোপিয়ন ইউনিয়ন। আজ এই বিষয়ে, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ''বাংলাদেশে একটি সফল ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তর দেখতে চায় ইইউ (EU)। তবে সেটি নির্বাচন “আগে হবে না পরে হবে'', সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনও অবস্থান নেই। নির্বাচন কবে হবে, তা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত।'' এরপর রাষ্ট্রদূত মিলার আরও বলেন, “বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করাই এখন মূল বিষয়।”

Yunus