/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন নরেন্দ্র মোদিকে ফোন করে ওনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এই শুভেচ্ছার জন্য উরসুলা ভন ডের লেয়েনকে ধন্যবাদ জানিয়েছেন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ফোনালাপে এই দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে নিজেদের মতবিনিময় করেন। এই আলোচনায় ইউক্রেন সংঘাতের প্রসঙ্গও উঠে আসে। ভারত ইউক্রেন সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও প্রধানমন্ত্রী মোদি পুনরায় জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YLOJpXqtVpgu7dozhW2P.png)
এছাড়াও, প্রধানমন্ত্রী মোদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আগামী বছরের ভারত-ইইউ (EU) শীর্ষ সম্মেলন, ভারতে অনুষ্ঠিত করার জন্য তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন। এই শীর্ষ সম্মেলনটি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us