/anm-bengali/media/media_files/2025/05/26/p01Xrwmx2S17TuLNh8Cy.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দেন, তাহলে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার কাছ থেকেই অস্ত্র কিনে ইউক্রেনকে সাহায্য করবে— এমনটাই জানিয়েছে Bloomberg।
/anm-bengali/media/media_files/2025/03/25/Pck8EkyEn6Uon1SYtG1G.jpg)
EU-এর নিজস্ব অস্ত্র মজুত ও সামরিক উৎপাদন ক্ষমতা এখন খুবই সীমিত। ফলে ট্রাম্প যদি ভবিষ্যতে ইউক্রেনকে সহায়তা বন্ধ করেন, তাহলে ইউরোপীয় দেশগুলো বাধ্য হয়ে আমেরিকান অস্ত্র কিনবে, যাতে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়া যায়।
এই পরিস্থিতি সামনে রেখেই EU এখন থেকেই পরিকল্পনা করছে কীভাবে ইউক্রেনের পাশে দাঁড়ানো যায়, এমনকি যদি মার্কিন সহায়তা থেমে যায়। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়ার বিরুদ্ধে এক কৌশলগত প্রস্তুতি।
EU will buy U.S. weapons for Ukraine if @realDonaldTrump pulls back his support.
— Ukraine Front Line (@EuromaidanPR) May 26, 2025
EU lacks weapons stocks and industrial capacity — so it plans to buy American. - Bloomberg pic.twitter.com/e1XHPnA3NT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us