/anm-bengali/media/media_files/2025/01/23/krkTl838bklizoLxQfAK.webp)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন বৈঠককে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস আগামী ১১ই আগস্ট ইইউ-এর পররাষ্ট্র মন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
কাজা কাল্লাস বলেন, ''ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যেকোনও চুক্তিতে ইউক্রেন এবং ইইউ-এর স্বার্থ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।'' তার মতে, এটাই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/11/2p63pgpceN3zLGzGj2jq.jpg)
ইউক্রেন-রাশিয়া সংঘাত নিরসনে ট্রাম্পের ভূমিকা নিয়ে ইইউ-এর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইইউ আশঙ্কা করছে যে, ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির কারণে ইউরোপের নিরাপত্তা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us